গোলাম রব্বানীর নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন
কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ প্রেসক্লাবের সামনে বাস রোডে কেরানীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে গোলাম রব্বানীর হত্যার প্রতিবাদে আজ সকাল ১০টায় ১ ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মোস্তফা কামালের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রায়হান খান প্রতিষ্ঠাতা সভাপতি
মোঃ শফিক চৌধুরী সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম সহ-সভাপতি আলমগীর হোসেন সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন রতন সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর কেরানীগঞ্জ প্রেসক্লাবে সদস্য মোহাম্মদ ইউসুফ আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন মোহাম্মদ এরশাদ হোসেন এমআশিক নুর মোহাম্মদ আরিফুল ইসলাম মোহাম্মদ মোহাম্মদ লিটন মোহাম্মদ ইমন ও বাংলাদেশ প্রতিদিনের কেরানীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহিন প্রমূখ।
বক্তারা দৈনিক মানবজমিনের জামালপুর মীরগঞ্জের প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমের প্রতিবাদে মানববন্ধনে বক্তব্য দেন। তারা বলেন এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে সত্যিকারের দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে মৃত্যুদণ্ড দেওয়া হোক। নাদিম হত্যার বিচার দৃষ্টান্ত হয়ে থাকবে যাতে ভবিষ্যতে কোন দুর্বৃত্তরা সাংবাদিককে মারার সাহস না পায়।