ময়মনসিংহে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করেছে এসআই তাইজুল
স্টাফ করেসপন্ডেন্ট:ময়মনসিংহ নগরীতে এসআই তাইজুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ।
ময়মনসিংহ নগরীর শম্ভগঞ্জ এলাকা থেকে অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দের নির্দেশনা মোতাবেক চেক জালিয়াতি মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত আজারুল ইসলাম মানিক নামে আসামীকে গ্রেফতার করেছে।
বুধবার (২১শে জুন) সকাল ৯টায় শম্ভুগঞ্জ মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।আজহারুল ইসলাম মানিক চরনিলক্ষিয়া ইউনিয়নের উজান পাড়া গ্রামের মাইন উদ্দিনের ছেলে।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম জানান, আসামী আজহারুল ইসলাম মানিক কে ৭৫০/১৯ মামলায় অর্থদন্ডসহ ১বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে বিজ্ঞ আদালত। পরে ২১জুন সকাল প্রায় ৯টার দিকে আসামি আজহারুল ইসলাম মানিক পালিয়ে যাওয়ার চেষ্টায় শম্ভুগঞ্জ বাসস্টেন্ড এলাকায় অবস্থান করছেন, মোবাইল-৩ ডিউটি করাকালে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন তিনি।তাকে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।