ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৭:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

দুর্ঘনায় ক্ষতিগ্রস্থদের আর্থিক অনুদান প্রদান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, July 2, 2023 - 12:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 58 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘনায় ক্ষতিগ্রস্থ মসজিদে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। একই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকেও নিহত এবং আহত পরিবারকে এক লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।

গত শনিবার (১জুলাই) ভোরে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুটি পিকাপের মুখোমুখি সংঘর্ষসহ একই সময় ওই স্থানে সাতটি যানবহন নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে পাশের মসজিদ ও বিদ্যুতের খটি ক্ষতিগ্রস্থ হয়।

এঘটনায় স্থানীয়রা সড়ক অবোরোধ করে স্পীট ব্রেকার নির্মানসহ মসজিদের ক্ষতিপুরনের দাবী জানায়।
ওই দিন দুপুরে উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্থ মসজিদে তার ব্যাক্তিগত তহবীল থেকে ৫০ হাজার টাকা অর্থিক অনুদান প্রদান সহ জেলা প্রশাসনের সাথে কথা বলে স্পীট ব্রেকার নির্মানের প্রতিশ্রুতি দেয়।

সেই প্রতিশ্রুতিতে স্থানীরা অবোরোধ প্রত্যাহার করে নেয় ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত একজনের পরিবারকে এবং আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর মানবিক কর্মসূচির আওতায় এক লাখ টাকা অর্থিক অনুদান প্রদান করা হয় এবং সড়ক ও জনপদ বিভাগের সহযোগিতায় ঘটনাস্থলের ৭০০ মিটার এলাকায় রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়। এছাড়াও দুর্ঘটনায় ভেঙে যাওয়া বৈদ্যুতিক খুঁটির স্থলে বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় নতুন খুঁটি প্রতিস্থাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) দেবাষীশ চৌধুরী,সহকারী কমিশনার ভূমি মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশ্রাফুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ।