ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ১:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

খাগড়াছড়িতে ৬ শতাধিক অসহায় ও দুঃস্থ শীর্তাত মানুষের পাশে সেনাবাহিনী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, December 26, 2024 - 3:56 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 2 বার
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়িতে ৬ শতাধিক অসহায় ও দুঃস্থ শীর্তাত মানুষের কম্বল বিতরণ করেছেন সেনাবাহিনীর খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো.আমান হাসান।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এসময় রিজিয়ন কমান্ডার আরো বলেন, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন প্রতিটি জোন থেকে শীর্তাত মানুষের মাঝে ধারাবাহিকভাবে শীতবস্ত্র বিতরণ করা হবে।
ব্রিগেডিয়ার জেনারেল আরও বলেন,পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরণের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে।
এসময় তিনি বলেন, ‘পাহাড়ে নিরাপত্তা,শান্তি ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি মানুষের আর্থ সামাজিক উন্নয়নে সেনাবাহিনীর চলমান প্রচেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি আগামী কয়েক দিনের মধ্যে খাগড়াছড়িতে চলমান হত-দরিদ্র চিকিৎসা সেবা আরও বড় পরিসরে শুরু করবে খাগড়াছড়ি সেনা রিজিয়ন।’
তিনি আরও বলেন, অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে খাগড়াছড়ি রিজিয়ন সবসময় পাশে ছিল রয়েছে এবং থাকবে। আগামীতে এই ধরণের জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
সেনাবাহিনীর পক্ষ হতে শীতবস্ত্র উপহার পেয়ে সাধারণ জনগণ আনন্দিত হন এবং সেনাবাহিনীর প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।