মান্দায় ভারশোঁ ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করতে যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ১নং ভারশোঁ ইউনিয়ন যুবদলের আয়োজনে ভারশোঁ ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভারশোঁ ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল আলিম এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক সিদ্দিক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম। সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল।
এছাড়াও সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাস্টার এনামুল হক, যুগ্ন আহবায়ক সাদেকুল ইসলাম , ওবায়দুল হক, কুসুম্বা ইউনিয়ন যুবদলের সভাপতি মোরশেদ কারেন্ট, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আফতাব উদ্দিন,ভারশোঁ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের যুবদলের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।#