ঢাকা | জানুয়ারী ১৬, ২০২৫ - ৯:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কুলাউড়ায় রাস্তা দখল করে মারধরের অভিযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 3, 2023 - 3:55 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 83 বার

আশরাফুল ইসলাম জুয়েল কুলাউড়া ::কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে ওয়ারিছ মিয়া নামে এক ট্রলিচালককে মারধরের অভিযোগ উঠেছে। গত ৩০ জুন উপজেলার সদর ইউনিয়নের গুতগুতি গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওয়ারিছ মিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুলাউড়া সদর ইউনিয়নের গুতগুতি গ্রামের আকলাস মিয়া ও তার ছেলে রাসেল মিয়া

চৌধুরীবাজার-রাঙ্গিছড়া সড়কের ইট চুরি ও রাস্তার পাশে মাটি নিয়ে যান। এতে টানা বৃষ্টিপাতে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রাউৎগাও ইউনিয়নের ১নং ওয়াডের স্থানীয় ইউপি সদস্য কয়েকবার নিজ খরচে ইটের কংক্রিট দিয়ে রাস্তা চলাচলের উপযোগী করেন। এ ছাড়াও সরকারি সড়ক নিজের বলে দাবি করেন আকলাস।
৩০ জুন রাউৎগাঁও ইউনিয়নের ট্রলিচালক ওয়ারিছ মিয়া ওই রাস্তা দিয়ে মালামাল পরিবহনের সময় রাস্তায় খুঁটি দেওয়া ও গর্ত করা দেখতে পান। এ সময় অভিযুক্ত আকলাস মিয়া এবং উনার ছেলে রাসেল মিয়া এগিয়ে এলে ট্রলিচালক ওয়ারিছ মিয়া এর প্রতিবাদ করলে ওয়ারিছ মিয়াকে মারধর করে গলায় দা লাগিয়ে হত্যার চেষ্টা করেন আকলাস।
এ বিষয়ে রাউৎগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লিটন হোসাইন জানান, চৌধুরীবাজার-রাঙ্গিছড়া সড়কের গুতগুতি এলাকার আংশিক সড়ক আকলাস মিয়া ও তার ছেলে রাসেল মিয়া নিজের বলে দাবি করেন। কয়েকবার এই রাস্তা থেকে মাটি বিক্রি করেছেন অথচ এই সড়কটি সরকারি। এ নিয়ে কয়েকবার উপজেলা প্রশাসনকে মৌখিকভাবে বিষয়টি অবগত করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত আকলাস মিয়ার বক্তব্যের জন্য একাধিকবার তার মুঠোফোনে কল দিয়ে তাকে পাওয়া যায়নি।
অভিযোগ পেয়ে কুলাউড়া থানার এএসআই আবু তাহের ঘটনাস্থল পরিদর্শন করেছেন । তিনি বলেন, তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।