ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৮:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চিরিরবন্দর উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 17, 2023 - 10:03 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 54 বার

পি. কে রায়, স্টাফ রিপোর্টারঃ চিরিরবন্দরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক কর্মকান্ড গতিশীল করতে আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ জুলাই) বিকালে চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা যুবলীগের আয়োজনে ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।

বর্ধিত সভায় উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসকেন্দার আলী মির্জা মিলিয়ন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম সরকার, দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ বলেন, “নতুন শক্তি নিয়ে জেগে উঠবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বাংলাদেশের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছেন তিনি।

আর এই উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্রকারী রোধ করতে পারবে না। তারই নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে যুবলীগকে এগিয়ে যেতে হবে”।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক হাসিবুল হাসান, মোস্তাফিজুর রহমান ফিজার, সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দীন গোলাপ, নুর এ কামাল, জাকির হোসেন, দিনাজপুর জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম আকাশ, আকতারুজ্জামান পলাশ লিমন হোসেন, যুগ্ম সম্পাদক ইফতেখার হোসেন রিয়াল, সাংগঠনিক সম্পাদক রকি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাছুদ মিলন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রায়হান কবির শিমুল, দপ্তর সম্পাদক প্রিন্স, জেলা যুবলীগের অন্যতম সদস্য রাজা প্রমূখ।
উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সর্বস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় চিরিরবন্দর উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রায় ডজন খানেক প্রার্থী তাদের জীবন বৃত্তান্ত জেলা আওয়ামী যুবলীগের নিকট জমা দেন।