নিয়ামতপুরে দিন ব্যাপি কৃষি ঋন মেলার উদ্বোধন
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর নিয়ামতপুরে দিনব্যাপি কৃষি ঋণ মেলার উদ্বোধন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় “প্রকাশ্যে কৃষি ঋন বিতরণ ও কৃষকদের মাঝে কৃষি ঋন সংক্রান্ত তথ্য প্রদান”। উদ্বোধনের শুরুতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
সোমবার (১৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ মেলার উদ্বোধন করেন। বেলা ৩টায় কৃষি ঋণ মেলা উপলক্ষে আলোচনা সভা ও সরাসরি কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ।
উপজেলা কৃষি অফিসার কামরুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, বীর মুক্তিযোদ্ধা বিমল প্রামানিক, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক।
এসময় উপস্থিত ছিলেন, রূপালী বাংকের ব্যবস্থাপক, জনতা ব্যাংকের ব্যবস্থাপক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক, ন্যাশনাল ব্যাংক লিঃ এর ব্যবস্থাপক ও মার্কেন্টাইল ব্যাংক লিঃ এর ব্যবস্থাপক।
সভা শেষে কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ করা হয়।