ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১১:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফেনীতে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে পিটিআইতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 17, 2023 - 10:20 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 62 বার
নজরুল ইসলাম, ফেনী ‘প্লাস্টিকমুক্ত পৃথিবী চাই,গাছ লাগাই-গাছ বাঁচাই’  এ শ্লোগানকে সামনে রেখে প্রথম আলো ফেনী বন্ধুসভার আয়োজনে শনিবার (১৫ জুলাই) বিকেলে প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) চত্ত্বরে বৃক্ষ রোপণ ও বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।ফেনী বন্ধুসভার সভাপতি অধ্যক্ষ মো: আবদুল হালিমের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিআই ফেনীর সুপারিন্টেন্ডেন্ট রওশন আক্তার জাহান,পিটিআই ফেনীর ইন্সট্রাক্টর রাজিবুল আলম, ফেনী বন্ধুসভার উপদেষ্টা শেখ নুর উদ্দিন চৌধুরী মামুন,দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম,দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁঞা,ফেনী বন্ধুসভার সাবেক সভাপতি শেখ আশিকুন্নবী সজীব,ডিবিসি নিউজের ফেনীর চিত্র সাংবাদিক দুলাল তালুকদার।
এতে ফেনী বন্ধুসভার সহ-সভাপতি বিজয় নাথ,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান চৌধুরী,সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সোহাগ,অর্থ সম্পাদক ফারজানা আহমেদ অহনা,দপ্তর সম্পাদক সুশান্ত দাস,পাঠাগার ও পাঠচক্র  সম্পাদক জান্নাত আক্তার জাহান,তথ্য ও প্রযুক্তি সম্পাদক তন্ময় নাথ,পরিবেশ বিষয়ক সম্পাদক ফাতিহা জান্নাত  সহ বন্ধুসভার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পিটিআই প্রতিষ্ঠান চত্বরে অতিথিবৃন্দ প্রায় শতাধিক ফলজ, ঔষধি ও ভেষজ গাছের চারা রোপণ ও বিতরণ করেন।