ঢাকা | জানুয়ারী ৪, ২০২৫ - ৭:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে বুড়িগঙ্গায় ১০ নৌযানকে অর্থদন্ড

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, July 18, 2023 - 6:54 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 60 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:ঢাকায় বুড়িগঙ্গা নদীতে চলা ১০ নৌযান মালিককে ১ লাখ ১২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (১৮ জুলাই) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালিত হয়। এ সময় বিআইডব্লিউটিএ ঢাকা নদী বন্দরের নৌ নিট্রা বিভাগের যুগ্ন পরিচালক মো: কবির হোসেনসহ বিআইডব্লিউটিএর পরিদর্শক ও নৌ পুলিশের কর্মকর্তাসহ অন্যান্য
সদস্যরা উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটিএ-র ঢাকা নদী বন্দরের নৌনিট্রা বিভাগের যুগ্ম পরিচালক মো: কবির হোসেন জানান, সন্ধ্যার পর নৌ পথে নৌযান চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে বিআইডব্লিউটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বুড়িগঙ্গা নদীতে নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর আলোকে বিকাল পাচটা হতে রাত নয়টা পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোট ১৩ নৌযান পরিদর্শনে দশটি নৌযানের বিরুদ্ধে জরিমানা বাবদ ১ লক্ষ ১২ হাজার টাকা জরিমানা করা হয় এবং তিনটি নৌযানে কোনো ত্রুটি পাওয়া না গেলে সেগুলো ছেড়ে দেওয়া হয়।