ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৮:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

এতিম ও অসহায়দের ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছে ডাঃ মনোয়ার হোসেন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, July 21, 2023 - 11:03 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 61 বার

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের আল-মদিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশনে চিহ্নিত এতিম ও অসহায়দের ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক (মেডিসিন বিশেষজ্ঞ) ডাঃ মনোয়ার হোসেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) থেকে আল- মদিনা কনসালটেশনে বিকেল ৪ টা থেকে রাত ৯ টা ও শুক্রবার সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত নিয়মিত রোগী দেখবেন ওই ডাক্তার।

জয়পুরহাট সদর উপজেলা মাঝি পাড়া গ্রামের শ্রী রতন দেবনাথ (৭০) বলেন আমি বহুদিন থেকে শ্বাসকষ্ট গ্যাস্ট্রিকে ভুগতে ছিলাম, জয়পুরহাট হাসপাতাল থেকে, কয়েকবার ওষুধ এনে খেয়ে কমে আবার হয়, এক ভাতিজার পরামর্শ আমি মনোয়ার ডাক্তারের কাছে এসেছি আমাকে ফ্রি প্রেসক্রিপশন করে দিয়েছে, আমি খুব খুশি। এছাড়া বেশ কিছু রুগীকে ফ্রি চিকিৎসা সেবা দিতে দেখা গিয়েছে।

ডাঃ মনোয়ার হোসেন বলেন,আমি ইতিপূর্বেও গরিবের অসহায়দের ফ্রি চিকিৎসা দিয়ে এসেছি এখানে ও দিয়ে যাব, তিনি আরো বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনদের মধ্যে কেউ কোথাও ফ্রি মেডিকেল ক্যাম্প করলে আমি সেখানেও চিকিৎসা সেবা দিতে যাব ইনশাল্লাহ।

উক্ত প্রতিষ্ঠানের পরিচালক ফছিউল আলম (টিটন) বলেন, আগে রোগীরা চিকিৎসা সেবা নিতে বগুড়া রংপুর রাজশাহী যেত এখন এখানেই পাচ্ছে, আগামীতে চেষ্টা করব আরো ভালো চিকিৎসক এনে চিকিৎসা সেবা দেওয়ার।