তাহিরপুরে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করল ফায়ার সার্ভিস টিম
মুরাদ মিয়া,সুনামগঞ্জ:সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ঘুড়তে এসে, পালই হাওরের তীরে পল্লি বিদ্যুতের কুটির তাঁরের সঞ্চালন লাইনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাওরে নিখোঁজ জামরুল মিয়া(৪৫)এর লাশ উদ্ধার করেছে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
স্থানীয়রা সারারাত উদ্ধার অভিযান চালানোর পর, আজ(২১জুলা)শুক্রবার সকাল ১০টায় দুর্ঘটনা স্থলের আশপাশ হতে তার লাশ উদ্ধার করে সুনামগঞ্জ ফায়ারসার্ভিস এর ডুবুরি দল।
এর পুর্বে রাত সাড়ে নয়টার দিকে উপজেলার তরং গ্রামের পশ্চিম পাশে পালই হাওরে পর্যটকবাহী নৌযান থেকে,হাওরের উপর টানা পল্লীবিদ্যুতের সঞ্চলন লাইনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামরুল হাওরে পড়ে নিখোঁজ হয়ে যায়।
নিখোঁজ জামরুল মিয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলা হতে আসা পর্যটকদের সাথে রান্নাবান্না করার জন্য এসেছিলেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা এর সত্যতা নিশ্চিত করে বলেন আমি ঘটনাস্থলে ছিলাম,আজ সকালে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।