তাহিরপুরে অগ্নিকাণ্ডে নিঃস্ব ৬ ব্যবসায়ীর পাশে এমপি”প্রার্থী সেলিম আহমেদ
মুরাদ মিয়া,সুনামগঞ্জ:সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুনামগঞ্জ -১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী,সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমেদ।
শনিবার (২২ জুলাই) দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ৬ ব্যবসায়ীকে পুনর্বাসনের জন্য প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
একই দিনে তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের অবহেলিত জয়পুর গ্রামবাসীর দাবির প্রেক্ষিতে জয়পুর জামে মসজিদ নির্মাণ কাজের জন্য নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন।
পরে তিনি দিনব্যাপী উপজেলার লামাগাঁও বাজার, সুলেমানপুর বাজার ও তাহিরপুর সদর বাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করে জনসাধারণের মাঝে বর্তমান জননেত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। শেষে তাহিরপুর উপজেলা সদরের কলাহাটি গ্রামের বাসিন্দাদের সাথে তিনি মতবিনিময় সভা করেন এবং কলাহাটি শ্রী শ্রী কালীমন্দির উন্নয়ন কাজের জন্য নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন।
দিনব্যাপী গণসংযোগকালে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সেলিম আহমেদ এর সাথে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য রফিকুল ইসলাম,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুষেন বর্মন, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজন চন্দ, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক বিল্লাল আমীন, উপজেলা
আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান,উপজেলা মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড সভাপতি হোসাইন শরীফ বিপ্লব, দলীয় নেতা জুসেফ আখঞ্জী, রবি মিয়া, সুনামগঞ্জ পৌর শ্রমিক লীগের সদস্য সচিব তৈয়বুর রেজা,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য শাহারুখ হাসান পলক, তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ ও বাজার কমিটির সভাপতি মোঃ ইমানুর মিয়া,৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতিসহ বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ সামনূর আখঞ্জী,প্রমুখ।