ভূমি অফিসার্স কল্যান সমিতি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টারঃময়মনসিংহে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতি ময়মনসিংহ জেলা শাখার বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২শে জুলাই দুপুরে নগরীর বাসাবাড়ী এলাকাস্থ বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতি ময়মনসিংহ জেলা শাখার মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতি ময়মনসিংহ জেলা শাখার
সভাপতি মো. ইকতিয়ার উদ্দিন ভূইয়া। সম্মেলনে বক্তব্য রাখেন, ভূমি অফিসার্স কল্যান সমিতি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় সভায় বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলার ভূমি সহকারী কর্মকর্তা ও উপ সহকারী কর্মকর্তাবৃন্দরা তাদের বক্তব্যে বিভিন্ন দাবী আদায় সহ বিভিন্ন সুযোগ সুবিধা ও সমস্যার কথা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে ইকতিয়ার উদ্দিন ভূইয়া বলেন- ভূমি সেবা অন লাইনের আওতায় নেয়ার পর সেবা প্রদান ও সেবা প্রাপ্তি অনেক সহজ হয়েছে। মানুষের ভোগান্তি কমেছে। একইসাথে এই খাত থেকে সরকারের রাজস্ব আদায় বেড়েছে। ময়মনসিংহে অধিকাংশ ভূমি অফিসে ইতোমধ্যেই প্রায় ৯৫ থেকে ৯৭ ভাগ হিসাব নম্বর ডিজিটাল সার্ভারে অন্তর্ভূক্তির কাজ সম্পন্ন হয়েছে। খুব শিগগিরিই শত ভাগে উন্নিত হবে। একইসাথে দেশের বিভিন্ন অঞ্চলে এই কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এজন্য ভূমি সেবা কর্মকর্তাগণ নিরলস ভাবে কাজ করছেন জানান কল্লোল।
অনুষ্ঠিত সম্মেলনে ময়মনসিংহ জেলার ১৩ টি উপজেলায় কর্মরত ভূমিসেবা কর্মকর্তা ও সমিতির নেতৃবৃন্দ অংশ নেন।
সভায়-বাংলাদেশ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের উন্নত বেতন স্কেলের স্বার্থে পুনঃনির্ধারিত জনবল নিয়োগ পদোন্নতি ও যোগ্যতা অনুযায়ী নতুন নিয়োগ বিধি প্রণয়নপূর্বক পদ দুটিতে নতুন জনবল নিয়োগ ও পদোন্নতির কার্যক্রম চালু করার জন্য ভূমি মন্ত্রণালয়ের ২০১৩ সাল থেকে অদ্যাবধি কোনো পদক্ষেপ গ্রহণ না করার ফলে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সকল পর্যায়ের কর্মকর্তার মাঝে হতাশা ও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।