ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:২৪ অপরাহ্ন

নিয়ামতপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 27, 2023 - 7:55 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 203 বার

নিয়ামতপুর (নওগাঁ ) প্রতিনিধিঃ নওগঁার নিয়ামতপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ২৬ জুলাই নিয়ামতপুর সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল শেখ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) লিজা আকতার বিথির সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, অফিসার ইন চার্জ মাইদুল ইসলাম, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওবাইদুল হক।

নিয়ামতপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তোতার স ালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমীক সুপারভাইজার জাকির হোসেন, সহকারী শিক্ষা অফিসার রনজিত কুমার, আব্দুল হান্নান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদসহ উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সাদাপুর খড়িবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে কানইল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

অপরদিকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালাতৈড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে উপরকুড়া শালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড় উপরকুড়া শালবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শেণির ছাত্রী জুলিনা হাসদা, সর্বোচ্চ গোলদাতা জুবাইদা।

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড় কানইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র অভিষেক, সবোর্চ্চ গোলদাতা অনন্ত।

খেলা শেষে উপস্থিত উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) লিজা আকতার বিথি বিজয়ী ও বিজিত দলের হাতে গোল্ডকাপ তুলে দেন।