ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৭:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কাপ্তাইয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 27, 2023 - 8:08 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 58 বার

অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, মৌজা, হেডম্যান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন রাঙামাটির নতুন জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন খান। বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১২টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি মতবিনিময় সভায় অংশ নেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে এর সভাপতিত্বে এবং কাপ্তাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মারজান হোসাইন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম প্রমুখ।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল এর পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এনামুল হক হাজেরী, ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বিদর্শন বড়ুয়া,কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন প্রমুখ।

এসময় মতবিনিময় সভায় রাঙামাটি জেলা প্রশাসক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের বিভিন্ন বক্তব্য শুনেন এবং শেষে তিনি প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে আমাদের এই পার্বত্য এলাকার বিভিন্ন দুর্গম অঞ্চলে শিক্ষার হার বাড়াতে হবে। আমার বিশ্বাস সবার সম্মিলিত সহযোগীতা পেলে পার্বত্য এলাকায় আমরা আরো শিক্ষার হার বাড়াতে পারবো। পাশাপাশি রাঙামাটি জেলা প্রশাসক হিসেবে কাপ্তাই উপজেলায় আমার এটি প্রথম সফর। প্রথম সফরেই আমি কাপ্তাইয়ের স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, হেডম্যান, মৌজা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের যে ভালবাসা পেয়েছি এতে আমি অনেক আনন্দিত। আগামীতেও আমি সকলের সহযোগীতা কামনা করছি। এছাড়া কাপ্তাই উপজেলা একটি সমৃদ্ধ উপজেলা। যেই উপজেলার সুনাম ও খ্যাতি সারাদেশজুড়ে রয়েছে। বিশেষ করে কাপ্তাইয়ে বিভিন্ন ক্ষেত্রে রয়েছে অপার সম্ভাবনা। তার মধ্যে কৃষি ক্ষেত্র কিংবা পর্যটন ক্ষেত্র অন্যতম। তাই এসব ক্ষেত্র ছাড়াও প্রতিটি ক্ষেত্রে কাপ্তাই উপজেলাকে এগিয়ে নিয়ে যেতে আমরা সম্মিলিত ভাবে কাজ করবো। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে এবং শান্তিপূর্ণ কাপ্তাইয়ের সুনাম ধরে রাখতে তিনি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী সহ জনপ্রতিনিধিদের সহযোগীতা কামনা করেছেন। পরিশেষে কাপ্তাই উপজেলাকে আরো সমৃদ্ধ উপজেলায় গড়ে তুলতে তিনি ভূমিকা রাখবেন বলে আশ্বাস প্রদান করেন।