ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সর্ব ইউরোপিয়ান মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হলেন স্পেনের ফারহানা ইয়াছমিন সুবর্ণা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 27, 2023 - 3:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 140 বার

জিয়াউল হক জুমন, বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ মহিলা শ্রমিকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সুমাইয়া আক্তার ও সাধারণ সম্পাদক কাজী রহিমা আক্তার সাথী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী তিন বছরের জন্য সর্ব ইউরোপিয়ান মহিলা শ্রমিক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে ।ইতালি থেকে সভাপতি পদে সানজিদা মাহবুব এবং স্পেন থেকে ফারহানা ইয়াছমিন (সুবর্ণা) কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। গেল (২৫ জুলাই) কেন্দ্রীয় শ্রমিক লীগের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে ।

বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে সর্ব ইউরোপিয়ান মহিলা শ্রমিক লীগ শক্তিশালী এবং কার্যকরী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন কেন্দ্রীয় মহিলা শ্রমিক লীগ ।
ফারহানা ইয়াসমিন সুবর্ণা আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী ও নির্বাহী সদস্য ।তিনি দীর্ঘদিন থেকে আওয়ামী রাজনীতির সাথে জড়িত রয়েছেন ।

এদিকে এক অভিনন্দন বার্তায় স্পেন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তামিন চৌধুরী সর্ব ইউরোপিয়ান মহিলা শ্রমিক লীগের নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ।