ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১১:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নাচোলে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 27, 2023 - 3:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 182 বার

মোঃ নাসিম,স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও বেতন বৈষম্য দূরিকরণের দাবিতে র‌্যালী ও মানবন্ধন করেছেন শিক্ষকরা। বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১১টায় নাচোল বাসস্ট্যান্ড সড়কে বাংলাদেশ শিক্ষক সমিতি নাচোল উপজেলা শাখা ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে।

মুন্সি হয়রত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাশিস নাচোল শাখার সভাপতি তাজামুল হক,সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুল আলম, সাবেক সভাপতি (বাশিস) সাদিকুল ইসলাম,

সহকারী প্রধান শিক্ষক ওবাইদুর রহমান, তৌফিকুর রহমান, শিক্ষক আজিজুল ইসলাম ও শাহীন বানু।
মানবন্ধনে বক্তারা বলেন,শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা এখন সময়ের দাবি। দ্রুত এই দাবি বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।আমাদের এক দফা এক দাবি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ চাই। মানববন্ধনে উপজেলার ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহন করেন।