ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ১২:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে ইয়াবাসহ দুই যুবক আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, July 28, 2023 - 4:36 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 39 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে ১৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট (মাদক)সহ খালিদ হাসান শুভ (৩০) ও রামিমুর রিয়াল রিমন (২৮) নামে দুই যুবক কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে আট টায় পৌর এলাকার আদর্শ কলেজপাড়া এলাকায় মাদক কেনা-বেচার সময় তাদের আটক করা হয়।
আটক খালিদ হাসান জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বালিঘাটা গ্রামের আব্দুল খালেকের ছেলে ও রামিমুর রিয়াল রিয়াদ ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের মাহাবুব আলমের ছেলে। এ ঘটনায় ফুলবাড়ী থানার এসআই মুক্তাদির বাদি হয়ে ওইদিন রাতেই একটি মামলা দায়ের করেছেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, তার দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিত্বে একদল পুলিশ আদর্শ কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ১৭৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়।