ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৯:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

এমপি দীপংকর তালুকদার এর সান্নিধ্যে কাপ্তাইয়ের বীর কুমার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, July 29, 2023 - 9:16 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 32 বার

অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এর সাথে সাক্ষাৎ করেছেন সম্প্রতি সাইকেল নিয়ে ৪০ দিনে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমন সমাপ্ত করা যুবক কাপ্তাই উপজেলার বাসিন্দা বীর কুমার তঞ্চঙ্গ্যা। শনিবার (২৯ জুলাই) সকালে এমপি দীপংকর তালুকদার এর বাসভবনে গিয়ে তিনি দেখা করেছেন।

বীর কুমার তঞ্চঙ্গ্যা জানান, আমাদের মাননীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার স্যারের সাথে আজ সাক্ষাৎ করে আমার অনেক ভালো লাগছে। আমি স্যারকে ৬৪টি জেলা ভ্রমনের বিষয়ে বেশ কিছু স্মৃতি তুলে ধরেছি, এবং আমার ভবিষ্যতের ইচ্ছা ও স্বপ্ন গুলোর বিষয়ে অবগত করেছি। তিনি আমার বিষয়ে সব শুনে অনেক খুশী হয়েছেন এবং সেইসাথে আমাকে উনার সাক্ষরিত একটি মুল্যবান প্রত্যয়ন পত্র উপহার দিয়েছেন। এছাড়া তিনি আমাকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছেন। পাশাপাশি আমার পরবর্তী ইচ্ছা ভারতের ২৮টি রাজ্য ভ্রমনের বিষয়ে আমি উনাকে জানাই এবং তিনি এবিষয়ে আমাকে সহযোগীতা করার আশ্বাস প্রদান করেছেন।

প্রসঙ্গত, কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়ন এর বাসিন্দা বীর কুমার তঞ্চঙ্গ্যা একজন ভ্রমনপিপাষু ব্যক্তি। যিনি গত ৮ই জুন বাংলাদেশের ৬৪টি জেলা ভ্রমন করতে সাইকেল নিয়ে বের হন। এবং গত ১৮ জুলাই ৪০ দিনে বাংলাদেশের ৬৪টি জেলা ভ্রমন সমাপ্ত করে রাঙামাটি নিজ জন্মস্থানে ফিরে এসেছেন।