বরগুনায় জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ২
মল্লিক জামাল:বরগুনায় নাশকতার মামলায় জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ জুলাই) দুপুরে বরগুনা সদর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে বরগুনা শহরের মাছ বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- বরগুনা সদর উপজেলার খেজুরতলা এলাকার বাসিন্দা ও জেলা জামায়াতের সেক্রেটারি এস এম আফজুলুর রহমান এবং বরগুনা পৌরসভার ক্রোক এলাকার বাসিন্দা ও পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি জহিরুল হক।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্বের নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।