খানসামায় বিএনপি’র সহিংস ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
মো.লায়ন ইসলাম খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় বিএনপি’র অগ্নি সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ খানসামা উপজেলা শাখার আয়োজন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুলাই বিকেলে ৫ টায় খানসামা উপজেলার পাকেরহাট অবস্থিত দলীয় আওয়ামী লীগের কার্যালয়ে বিক্ষোভ মিছিল শেষ করে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়নের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা ও ধীমান দাস, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রমথ রায়, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ, যুগ্ম আহ্বায়ক লিটন রহমান লিটু, আবু হেনা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের ওয়ার্ড, ইউনিয়ন, কলেজ ও উপজেলার নেতৃবৃন্দ।