মিশিগানে চুনারুঘাট ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস পিকনিক
যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ওয়ারেন সিটির মিলার পার্কে গতকাল ৩০ জুলাই, রোববার বিকালে অনুষ্ঠিত হয়েছে চুনারুঘাট ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস পিকনিক। যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে বসবাসরত বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শতাধিক মানুষের মিলনমেলায় একটি মিনি বাংলাদেশে পরিণত হয়েছিল।
পিকনিকের আয়োজনে ছিল মনোরঞ্জন সংগীত পরিবেশন, বয়স ভিত্তিক নানাবিধ দেশিও খেলাধুলা, র্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণ। এছাড়াও পিকনিকে আগত সবার ভুরিভোজের জন্য বিভিন্ন পদের মজাদার খাবারের আয়জন ছিল অতুলনীয়।
এ পিকনিকের অন্যতম উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম, আবুল ফজল লস্কর, মোহাম্মদ রফিকুল ইসলাম, হেলাল আহমেদ, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মিশন লস্কর। এছাড়াও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, রাসেল, জসিম, পৃথেশ, শাহিন, সুবাস, নিতাই, হাবিব, নূর আলম তালুকদার, মোশাররফ, স্বদেশ রঞ্জন সরকার, শরিফুল ইসলাম প্রমুখ।