ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

আল্লামা গাজী আজিজুল হক শেরে বাংলা ( রঃ) স্বরণে জীবনী শীর্ষক আলোচনা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, July 30, 2023 - 7:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 694 বার

সুমন পল্লব হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:ইমাম শেরে বাংলা স্মৃতি সংসদের উদ্যেগে আল্লামা গাজী আজিজুল হক শেরে বাংলা ( রঃ) স্বরণে জীবনী শীর্ষক আলোচনা ও স্বাংস্কৃতিক প্রতিযোগিতা, হাটহাজারী কলেজ অডিটোরিয়ামে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি হাটহাজারী পৌরসভা শাখার সাধারণ সম্পাদক, সাবেক পৌর কমিশনার আশেক রসুল রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন আল আমিন বারিয়া কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ ডঃ মাওলানা ইসমাইল নোমানী,বিশেষ অথিতি ছিলেন,এম,পিল গবেষক বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ ঢাকা বিশ্ব বিদ্যালয়ের রবিউল হোসেন,হাটহাজারী কলেজের প্রভাষক আরজু মনি, মনিরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, হাফেজ তাজুল ইসলাম, নাছির উদ্দীন রোবেল,মোঃ মোশারফ হোসেন,হাফেজ মোঃ সোলাইমান, রিফাত হোসেন প্রমুখ,সভায় আলোচকরা শেরে বাংলা ( রঃ) জীবন আদর্শ ধারনের মাধ্যমে সমাজ তথা মানবজাতির কল্যানের পথে সৃষ্টিশীল মানুষ আগামী প্রজম্মকে গড়ে উটার আহব্বান জানান।

সভাশেষে ক্বেরাত,মানকাবাত,হামদ নাত,কবিতা আবৃতি, রচনা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী ১২০ জন বিভিন্ন শ্রেনির অধ্যায়নরত ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।