ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৯:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কথা নয় কাজে আমি বিশ্বাসী: এসপি তারেক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, August 4, 2023 - 7:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 55 বার

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ বলেছেন, কথা নয় কাজে আমি বিশ্বাসী। যেমন কথায়, আছে বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয়। আমার কর্মদক্ষতার মাধ্যমে আপনারা নিশ্চিত বুঝতে পারবেন। আমি কি করতে চাচ্ছি। সামনে কি করব। আপনারা শুধু পুলিশকে সহযোগিতা করবেন।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে পুলিশ সুপার এসব কথা বলেন।

পুলিশ সুপার আরও বলেন, লক্ষ্মীপুরবাসী যেনো শান্তিতে ঘুমাতে পারে এবং জানমালের রক্ষা ও নিশ্চয়তা রক্ষার্থে আপনাদের (সাংবাদিক) সার্বিক সহযোগিতা কামনা করি। পুলিশ ও সাংবাদিকদের একই কাজ। দেশ ও সমাজকে শান্তিতে রাখার। এখানে কেউ কারও প্রতিপক্ষ নয়। দুই পেশার মানুষের একটাই দায়িত্ব। এ জন্য আমরা একসঙ্গে কাজ করব। লক্ষ্মীপুরকে এগিয়ে নিব।