ঝালকাঠির রাজাপুরে কবি সাঈদ তপু’র শোকসভা অনুষ্ঠিত!
কঞ্জন কান্তি চক্রবর্তী ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে কন্ঠশৈলী’র প্রতিষ্ঠাতা কবি সাঈদ তপু’র আকষ্মিক প্রায়ণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। (৪ আগস্ট) শুক্রবার সন্ধায় মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে প্রত্যয়দীপ্ত আবৃত্তি সংগঠন কন্ঠশৈলী’র আয়োজনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
শোক সভায় কন্ঠশেলী’র সাধারণ সম্পাদক জহির উদ্দিন মো.বাবর স্বাগত বক্তব্য রাখেন এবং প্রায়ত কবি সাঈদ তপুর স্বৃতি চারণ করেন।
পরে সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন বাবু, ইউরেকা মিলি,কবি ও গীতিকার প্রাণ কৃষ্ণ বিশ্বাস, অনিল কৃষ্ণ সানা, মো.শাহজাহান,বাবু নিত্যন্দ শাহা,নাজনিন পাখি সহ সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ প্রায়ত এই উদীয়মান কবি সাঈদ তপু’র লেখা অসৎখ্য কবিতা পাঠ করেন এবং স্বৃতিচারণ করেন।
শোকসভায় প্রায়ত কবি সাঈদ তপু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয় এবং তার ছেলে সিফাতের হাতে কবিতা সম্মাননা তুলে দেয়া হয়। কবি সাঈদ তপু’র আজ অবধি মাট ১১ টি গ্রন্থ প্রকাশিত হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য ধ্রুপদী প্রেম , ছড়ার ফেড়িওয়ালা , শত পদ্যের অলঙ্কারে ,একটি ভাষন , এই পতাকার আতুরঘর , উত্তরের মেঘমালা ও সূর্যতরু।
উল্লেখ্য, কবি সাইদ তপু গত ৫ জুলাই রাতে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ জুলাই সকাল ৮ টায় মুত্যুবরণ করেন। তিনি পিরোজপুর জেলার কাউখালি উপজেলার কচাঁ নদীর কোল ঘেঁষা শংকরপুর গ্রামে ১৯৭৮ সালে জন্ম গ্রহন করেন।