ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৬:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, August 6, 2023 - 2:57 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 76 বার

কেরানিগঞ্জ:ঢাকার কেরানীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে অস্থায়ী ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ,দোয়া মোনাজাত ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে । কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মনিজা খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

এ সময় বক্তারা শেখ কামালের সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের ভূমিকা নিয়ে স্মৃতিচারণ করেন।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার কাজী মাহমুদুল্লাহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আজিজ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবুজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধাগন,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগন।