ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৮:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে ৬ ড্রাম তৈল চুরি, নৈশ প্রহরীর সম্পৃক্ততা দাবী ব্যবসায়ীর

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 8, 2023 - 10:18 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 161 বার

মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টার:টাঙ্গাইলের মির্জাপুরে ৬ ড্রাম সয়াবিন তৈল চুরির ঘটনা ঘটেছে। সি,সি ক্যামেরার ভিডিও ফুটেজ বিশ্লেষন করে চুরির ঘটনায় নৈশ প্রহরীর সম্পৃত্ততা রয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ী শফিকুল ইসলাম। এ ঘটনায় সোমবার (৭ আগস্ট) রাতে মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

উপজেলার ৮ নং ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা বেগম বাজারে মুন্সী স্টোর নামক একটি মুদি মনোহারির দোকানে এই চুরির ঘটনা ঘটে।

ভিডিও ফুটেজ বিশ্লেষন করে দেখা যায়, সোমবার (৭ আগস্ট) রাত ৩.৫৫ মিনিটে ৮ জন তরুন-যুবক একটি পিকআপ নিয়ে ঘটনাস্থলে থামে। এরপর পিকআপ থেকে একজন নেমে নৈশ প্রহরীর দায়িত্বে থাকা ব্যক্তির সাথে কথা বলে। তার ইশারায় বাকি অন্যরা পিক আপ থেকে নেমে ভুক্তভোগীর দোকানের সামনে রাখা তৈল ভর্তি ৬টি ড্রাম পর্যায়ক্রমে গাড়িতে তুলে মির্জাপুরের দিকে রওনা হয়।

চুরির ঘটনা ঘটার সময় নৈশ প্রহরীকে লাইট হাতে চোরদের পাশেই স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে লাইট মারতে দেখা যায়।

ভুক্তভোগী ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে নৈশ প্রহরী চোরদের সহায়তা করেছেন। থানায় অভিযোগ করেছি বাকিটা পুলিশ তদন্ত করে দেখবে। তার চুরি যাওয়া ৬ ড্রাম সয়াবিন তৈলের বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা অটল কুমার দাস সাংবাদিকদের বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করে চুরির ঘটনায় সম্পৃত্তদের আইনের আওতায় আনার চেষ্টা করছে বলে তিনি জানান।