শ্রীপুর বাজারে জুয়া বন্ধে বাজার কমিটির সভাপতির কঠিন ভূমিকা
মুরাদ মিয়া,সুনামগঞ্জ:তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজারে সব ধরনের জুয়ার বিরুদ্ধে কঠিন ভূমিকা রাখলেন,বাজার কমিটির সভাপতি, মোঃ ইমানুর মিয়া।
তিনি বলেন জুয়া ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনে নিষিদ্ধ কাজ,এ জুয়ার মাধ্যমে আয়ের টাকাকে অবৈধ হিসেবে বিবেচনা করা হয়,এক পক্ষ আয় করলেও অপর পক্ষ নিঃস্ব হয় যায় জুয়ার মাধ্যমে। আমি ব্যবসায়ী কাজে সাপ্তাহ খানিক ধরে বাড়ির বাহিরে ছিলাম। কিন্তু ইদানিং জানতে পারলাম শ্রীপুর বাজারের চা পানের,কিছু কিছু দোকানে চা বাজি ধরে মোবাইল লুডু,গাফলা,তাশ, ও ডাব্বা জুয়া খেলা হয়।
তাই সমাজের দায়িত্ববান ব্যক্তিসহ বাজার কমিটির সহ-সভাপতি, সেক্রেটারি,ও সকল ব্যবসায়ী সদস্যবৃন্দসহ সকলকে এ জুয়া খেলা বন্ধে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য:১০আগস্ট বুধবার বাজার সভাপতি মোঃ ইমানুর মিয়া,শ্রীপুর বাজারের বায়তুল আফজাল জামে মসজিদের মাইকে মাইকিং করে সব ধরনের জুয়া খেলা বন্ধ থাকার ঘোষণা করেন তিনি।
তিনি বলেন,একটি প্রবাদ আছে যে,দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ,আমার একার পক্ষে তো সম্ভব নয়,সামাজিক ঐক্যবদ্ধ হয়ে এ জুয়া খেলা নিষ্ক্রিয় করার জন্য বাজার সকল ব্যবসায়ীসহ,সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসার কোন বিকল্প নেই।
তারপরও যদি এ জুয়া খেলা চলমান থাকে তাহলে প্রয়োজনে প্রশাসনের সার্বিক সহযোগিতা ও আমাদের কঠিন উদ্যোগে জুয়াবিরোধী কার্যক্রম আইনি প্রক্রিয়া গ্রহণসহ এলাকাভিত্তিক অভিযান পরিচালনার মাধ্যমে জুয়াড়িদের প্রতিহত করাসহ আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ।