ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:১০ অপরাহ্ন

তারাকান্দায় মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ দিলেন ইউএনও

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 14, 2023 - 5:58 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 93 বার

ষ্টাফ রিপোর্টারঃতারাকান্দা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।

সোমবার দুপুরে উপজেলা প্রশাসন মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে উপজেলার ১০ টি প্রাথমিক বিদ্যালয়ের ১ম, ২য় ও ৩য় ৫ম শ্রেণির মোট ৩০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১টি করে খাতা, জ্যামিতি বক্স ও টিফিন বক্স প্রদান করেন তিনি।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এড ফজলুল হক, সহকারি কমিশনার ভূমি ফাহমিদা সুলতানা, আওয়ামী লীগের সভাপতি প্রদীপ চক্রবর্তী রনু ঠাকুর, উপজেলা শিক্ষা কর্মকর্তা জীবন আরা, স্কুল পরিচালনা কমিটির সভাপতি, সদস্যবৃন্দ এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা নিবার্হী কর্মকর্তা উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও শিক্ষকগণের হাতে বেঞ্চসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিয়ে আলোচনায় আসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমত জানান, শিক্ষার মূল ভিত্তি প্রাথমিক বিদ্যালয়। এজন্য প্রতিটি স্কুলের শিক্ষা কার্যক্রম আরও জোরদার করতে হবে। তিনি উপজেলায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনা আরও গতিশীল করতে পর্যায়ক্রমে প্রতিটি বিদ্যালয় পরির্দশন করছেন এবং যেখানে যে সমস্যা আছে তা সমাধানের চেষ্টা চালাচ্ছেন ।

পরির্দশনকালে শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে তার পক্ষ থেকে বিভিন্ন ধরনের পুরুস্কার সামগ্রী তুলে দিয়েছেন। ইউএনও জানান শিক্ষার্থীদেরকে পড়াশোনায় আরও আগ্রহী ও মনোযোগী করতে এসকল উপহার দেওয়া হয়েছে। তাছাড়া, ভালো ফলাফল করার জন্য স্কুলসমূহের মধ্যেও ইতিবাচক মনোভাব তৈরি হবে বলে তিনি মনে করেন।

একজন ইউএনওর এরকম ব্যতিক্রমী উৎসাহমূলক পদক্ষেপ এর আগে দেখেননি বলে অভিমত জানান উপস্থিত শিক্ষক ও জনপ্রতিনিধিবৃন্দ। উপস্থিত সকলেই ইউএনওর ভূয়সী প্রশংসা করেন।