ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৩:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে পোনা মাছ অবমুক্ত করন সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 16, 2023 - 3:58 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 140 বার

সোহানুল হক পারভেজ (রাজশাহী): নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ, এ স্লোগানকে সামনে রেখে, ২০২৩-২০২৪ অর্থ -বছরে রাজস্ব খাতের আওতায় সরকারি জলাশয় বিল কুমারীর বিলে আজ বুধবার দুপুরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে, পোনা মাছ অবমুক্ত করন সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেনের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী -১ (তানোর গোদাগাড়ী) মাননীয় সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অলক কুমার সাহা,উপ পরিচালক (মৎস্য চাষ) অধিদপ্তর ঢাকা। বিভাগীয় মৎস্য উপ-পরিচালক অহেদ মন্ডল, জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, তানোর থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আবুল বাশার সুজন, রমিল হাসান সুইট প্রমুখ।

এ সময় বিল কুমারীর বিলে ১৬৩ কেজি মাছের পোনা অবমুক্ত করণ করা হয়।

এছাড়াও উপজেলা পরিষদের দুটি পুকুরে ৬০ কেজি, ভান্ডাল আবাসন প্রকল্প পুকুরে ২০ কেজি, কোয়েল হাট গুচ্ছগ্রাম পুকুরে ২০ কেজি চাপড়া এতিমখানায় পুকুরে ৩০ কেজি ও তানোর মহিলা ডিগ্রী কলেজ পুকুরে ২০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ করা হয়। #