ভাঙ্গায় কিস্তির টাকা দিতে না পেরে কৃষকের আত্মহত্যা
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের মাইঝাইল গ্রামে কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে এক কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।ওই কৃষকের নাম ইউসুফ ব্যাপারী (৬০)। সে উক্ত গ্রামের কুটি মিয়া ব্যাপারীর ছেলে।
সোমবার বিকেলে কিস্তির টাকা নিয়ে স্ত্রীর সাথে ঝগড়াঝাটির জের ধরে এক পর্যায়ে সে কীটনাশক পান করে। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পাশর্^বর্তী সদরপুর উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাতে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, একটি এনজিও থেকে তার স্ত্রী কিস্তির টাকা উঠায়। নানা আর্থিক অনটনের কারনে সে কিস্তির টাকা পরিশোধ করতে পারছিলনা। ঘটনার দিন এনজিও কর্মী বাড়িতে এসে কিস্তির টাকা চান কিš‘ কিস্তির টাকা দিতে না পারায় স্ত্রীর সাথে তার ঝগড়া হয়। এক পর্যায়ে সে মনের দুঃখে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। এ ব্যাপারে কাউলিবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া বলেন, শুনেছি স্বামী-স্ত্রীর মধ্য কিস্তির টাকা নিয়ে ঝগড়া হয়।পরবর্তীতে বিকালে সে কীটনাশক পান করে অবশেষে হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় মৃত্যুবরণ করেন তিনি।