তানোরে মহানগর ক্লিনিকে ভুল অপারেশনে রোগীর মৃত্যু, সমঝোতায় লাশ দাফন!
সোহানুল হক পারভেজ, নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোরে অবস্থিত ‘মহানগর ক্লিনিক’ নামক এক বেসরকারি হাসপাতালে ভুল অপারেশনে আবারও রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। বেসরকারি ওই ক্লিনিকে অপারেশনের থিয়েটারে বুলবুলি বেগম (৩৬) নামের এক নারীর মৃত্যু হয় বলে নিশ্চিত হওয়া গেছে। ওই নারীর প্রতিবেশিরা অভিযোগ করেন, ক্লিনিক কর্তৃপক্ষ গোপনে অর্থের বিনিময়ে মৃতের পরিবারের সঙ্গে সমঝোতা করে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে লাশ দাফন করেন।
তবে, সোমবার দিবাগত রাত ৯টার দিকে তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মোড়ে অবস্থিত মহানগর ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীটির মৃত্যু ঘটে। মৃত বুলবুলি বেগম উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের গাগরন্দ চকদমদমা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, বুলবুলি বেগম পিত্তথলির অপারেশনের জন্য সোমবার ২১ আগস্ট সকালে মহানগর ক্লিনিকে ভর্তি হন। বিভিন্ন পরীক্ষার পর রাত ৮টার দিকে তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশন শেষে রাত ৯টা পর্যন্ত রোগীর জ্ঞান না ফেরায় অপারেশন টেবিলেই তাঁর মৃত্যু হয়। কিন্তু ক্লিনিক কর্তৃপক্ষ অপারেশনে সমস্যার কথা বলে রাজশাহীতে নিতে বলে। এঘটনার পর ভুক্তভোগীর পরিবারের সদস্যরা ক্লিনিক ঘেরাও করলে উত্তেজনা বিরাজ করে। গভীর রাত পর্যন্ত ক্লিনিক কর্তৃপক্ষ নিহতের পরিবারের সঙ্গে সমঝোতা করে।
নিহতের স্বজনরা বলেন, অপারেশনে কোনো ভুলের কারণে হয়তো বুলবুলি মারা গেছে। যদি কোনো সমস্যা থাকত তাহলে আগে বললে অপারেশন করাতেন না। তবে, পরিবারের সঙ্গে সমঝোতার বিষয়ে এড়িয়ে গিয়ে কেউ মন্তব্য করেননি।
ক্লিনিকের পরিচালক হেলাল উদ্দিন বলেন, কোনো ভুল অপারেশন হয়নি। সবকিছু ঠিকঠাক ছিল। অপারেশন শেষে রোগীর আর জ্ঞান ফেরেনি। পরে রাজশাহীতে নিতে বলা হয়। কিন্তু এরআগেই মারা গেছে রোগী। তবে, সমঝোতার বিষয়ে তিনিও কোনো মন্তব্য করেননি।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, এমন ঘটনা সর্ম্পকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।