ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৫:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নিয়ামতপুরে সততা স্টোর পরিদর্শনে ইউএনও

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 26, 2023 - 6:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 37 বার
জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে স্থাপিত শিক্ষার্থীদের সততা স্টোর পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ।
 শনিবার (২৬ আগস্ট) দুপুর ১২ টায় সততা স্টোর পরিদর্শন করেন ইউএনও। বিদ্যালয় ভবনের একটি কক্ষে আছে একটি তাক। তাতে সাজানো রয়েছে খাতা, কলম, বিস্কুট, চানাচুর, চকলেট, চুইংগাম, আচারসহ বিভিন্ন সামগ্রী। দেয়ালে টাঙানো রয়েছে পণ্যগুলোর দামের তালিকা।
 শিক্ষার্থীরা এসে এসব পণ্য নিচ্ছে। এরপর তালিকা দেখে সেই পণ্যের দাম তাকের ড্রয়ারে রেখে যাচ্ছে। দোকানে কোনো বিক্রেতা নেই।
এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবীর, সহকারী প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।
 উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ বলেন, হাতে কলমে শিক্ষাই হলো প্রকৃত শিক্ষা। শিশুদের প্রকৃত নৈতিক শিক্ষা দেওয়ার ভাবনা থেকে সততা স্টোর দিয়েছেন তাঁরা। এতে ছোটবেলা থেকেই তাদের মধ্যে সৎ থাকার মানসিকতা গড়ে উঠবে। ছোটবেলা থেকে শিক্ষার্থীদের সৎ মানসিকতার অনুশীলন আগামী দিনে ভাল ফল বয়ে আনবে। ভবিষ্যতে এসব শিক্ষার্থী দেশের নেতৃত্ব দেবে।