চিরিরবন্দরে বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধন
পি কে রায়, স্টাফ রিপোর্টারঃ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রার্থমিক বিদ্যালয় ২০২৩ ফটুবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম শরীফুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন দিনাজপুর ৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য সাবেক সফল পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সফল পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেন, “মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ও বঙ্গমাতার নামে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্ট’র আয়োজন করায় কোমলমতি ছেলে মেয়েরা খেলছে এবং এধরনের খেলা থেকে ভালো ভালো খেলোয়াড় তৈরী হচ্ছে।
বাংলাদেশ এমন জায়গায় পৌছেছে আমাদের সকলের গর্ব করা উচিত, আমাদের সবার আনন্দ করা উচিত। আমাদের ছেলেদের টিম ও মেয়েদের টিম ভালো খেলছে। আমরা সার্ফ গেমস্, এশিয়ান গেমস্ খেলছি। অলিম্পিক গেমস্ এ জয়লাভ করছে আমাদের খেলোয়াড়রা। এই সব খেলোয়াড়দের উৎসাহ দিলে তারা আরো ভালো খেলবে”।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, খানসামা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন, চিরিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কবির হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মমিমুল ইসলাম, ইসবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু হায়দার লিটন, পুনট্টি ইউনিয়নের চেয়ারম্যান নুর এ কামাল, বিআরডিবি চেয়ারম্যান আজিম উদ্দীন গোলাপ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তরু বালা, চিরিরবন্দর মহিলা ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিখাল রঞ্জন রায়, প্রমুখ।
এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।