ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৫৫ অপরাহ্ন

ঝালকাঠির রাজাপুরে মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 19, 2023 - 5:31 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 62 বার

কঞ্জন কান্তি চক্রবর্তী, ঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠির রাজাপুরে বিভিন্ন এলাকার সরকারি খাল ও প্রতিষ্ঠানিক মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রাজাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দেশীয় প্রজাতির রুই,কাতলা, মৃগেল ও শিং জাতীয় ৪৭৭ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলা ছোট কৈবর্তখালী খাল ,বড়ইয়া ইউনিয়নের মাতুব্বরবাড়ি ধরের খাল, মধ্য বড়ইয়া খানকাবারি মালির খাল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান মোঃ মোজাম্মেল হক। এমএফও মাহমুদুল হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

২০২৩/২৪ অর্থবছরের ২য় ধাপে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে রুই, কাতলা, মৃগেল জাতের ৪৪৪ কেজি, শিং মাছের পোনা ৩৩ কেজি সহ মোট ৪ শত ৭৭ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।