বেনাপোলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে রাব্বি আটক
মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে প্রেমের সম্পর্ক করে এক কিশোরীকে দফায় দফায় ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাব্বি (২২) নামে এক যুবককে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাকে আটক করে। আটক রাব্বি বোয়ালিয়া গ্রামের মো: রিজা আহম্মেদের ছেলে।
তথ্য অনুসন্ধানে জানা যায়, বেনাপোল বোয়ালিয়া গ্রামের রাব্বি দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক করে বেনাপোল সাদিপুর গ্রামের ওই কিশোরীর সাথে বিভিন্ন কৌশলে দফায় দফায় শারীরিক সম্পর্ক করে।
এক পর্যায়ে ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়লে দুজনে পরামর্শ করে ঔষধের মাধ্যমে বাচ্চা নষ্ট করে ফেলে। পরবর্তীতে হঠাৎ করেই ধর্ষণের অভিযোগ এনে বেনাপোল পোর্ট থানায় হাজির হয়ে এজাহার দায়ের করেন ওই কিশোরী।
থানায় মামলা রুজু হলে তাৎক্ষণিকভাবে রাব্বি কে আটক করেন থানা পুলিশ। তবে আসামি রাব্বি অসুস্থ থাকায় তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) ইব্রাহিম আলী জানান, ধর্ষণের অভিযোগ এনে ওই কিশোরী থানায় এজাহার দায়ের করলে আসামি রাব্বিকে আটক করা হয়েছে। যার মামলা নাং (২৮) তাং-১৯/৯/২০২৩। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।