ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফাতিমা কানিজ এর কবিতা “ক্ষমা করো”

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, September 21, 2023 - 8:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 69 বার

ফাতিমা কানি
“””””””””””””””””””””””””” 🌿
ভালো নেই ভালো থাকা যায় না
এলোমেলো হয়ে গেছে
নিজের কাছে দেয়া প্রতিশ্রুতি।
নিলামে উঠেছে পান্ডুলিপি
কবিতা বিক্রি হয়ে গেছে বিশ্বাসঘাতকের বাজারে।

নিষ্পলক থমকে দাঁড়িয়ে কলম
শব্দগুলো জড়সড়ো বিষন্ন ক্যানভাসে।
অনুভূতিরা আজ দূরের নক্ষত্র, ইচ্ছেটুকু মুছে গেছে
মুখোশধারী নগরচারীর প্রলুব্ধ নজরে।

চারিদিকে এতো দূষণ, মনুষ্যত্বে ধরেছে পোকা
মানুষ মানুষের নয়, চলছে কেবল ধোকা।
ভেবেছিলাম সাহিত্য পাড়ায় হবে মননের চাষ
দুর্ভাগ্য সেখানে দেখি শকুনের বসবাস,
নগদে চলে দরদাম কষাকষি।
বসন্ত পেরিয়ে উঠোনের শেষ ঝরা পাতাটার মত
কবি ফিরে চলে সমাজের কাঠগড়ায়।
কেবল পুড়ছে শপথের অভিমানী শ্মশান
ব্যাথিত কবির নির্বাক প্রস্থান
ক্ষমা কর আমায় চিড় ধরেছে মন পাড়ায়।