ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ১:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মুন্ডুমালা পুলিশের অভিযানে ৩০০ লিটার চোলাইমদ উদ্ধার, আটক-৭

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 24, 2023 - 3:44 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 32 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী : রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা তদন্ত কেন্দ্র পুলিশের বিশেষ অভিযানে ৩০০ লিটার চোলাই মদসহ বিভিন্ন মামলার ৭ জন আসামীকে আটক করা হয়েছে। আটককৃদের আজ দুপুরে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবার দিবাগত রাতে মুন্ডুমালা তদন্ত কেন্দ্রের এসআই মোজাহারুল ইসলামের নেতৃত্বে এক দল পুলিশ মুন্ডুমালা পৌরসহ আসপাশের এলাকায় অভিযান চালিয়ে চোলাইমদ, গাজা উদ্ধার এবং গ্রেফতারী পরোয়ানা ও সাজাপ্রাপ্ত আসামীসহ ৭ জনকে আটক করে। এরা হলেন, চোলাইমদ ব্যবসায়ী কুসুম বালা (৫০), মোহাম্মদ আলী (৪৫), আহম্মদ আলী (৪৩)।

এছাড়াও ১০০ গ্রাম গাঁজাসহ আটক হয়েছেন বাধাইড় ইউপির হরিশপুর গ্রামের ব্যবসায়ী টুটুল আলী (৪৮)। অন্য আসামীদের মধ্যে রয়েছে জিআর মামলায় সাহিন আলম (৪৪) ও সাজাপ্রাপ্ত আসামী আব্দুর রহিম (৪৬)। এদের বাড়ি মুন্ডুমালা মহল্লায়। আর সিআর মামলার গ্রেফতারী পরোয়ানা আসামী মুসলিম উদ্দিনকে চিনাশো গ্রাম থেকে আটক করা হয়।

তানোর উপজেলার মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) সাব-ইন্সপেক্টর এসআই মোজাহারুল ইসলাম বলেন, গতকাল দিবাগত রাতে গোপন সংবাদের ভিক্তিতে পৌরসভার মাহালীপাড়া হতে নীল রঙ্গে একটি বড় ড্রামে চোলাইমদ বিক্রি করতে যাওয়ার প্রস্তুতিকালে ৩ জনকে হাতে-নাতে আটক করা হয়।

এছাড়াও দুইদিন ব্যাপি অভিযানে চোলাইমদ গাঁজাসহ বিভিন্ন মামলার আটককৃত ৭ আসামীকে আটক করে শনিবার পুলিশ স্কটের মাধ্যমে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আর চোলাইমদ ও গাঁজা উদ্ধারে তানোর থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।