ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১১:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে বৃক্ষপ্রেমী জামিরুলের পরিচর্যায় বেড়ে উঠছে হাজারো ফলজ বনজ গাছ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, October 1, 2023 - 11:47 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 126 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী : রাজশাহীর তানোরে হাজারো ফলজ বনজ গাছের চারা রোপণ করে সেই গাছ পরিচর্যায় দিন পার করছেন বৃক্ষপ্রেমী সহকারী আনসার প্লাটুন কমান্ডার জামিরুল ইসলাম। তার এমন গাছের প্রতি মানবিকতা দেখে সর্বমহলে প্রসংশিত হচ্ছেন সহকারী আনসার প্লাটুন কমান্ডার জামিরুল ইসলাম।

জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের সহকারী আনসার প্লাটুন কমান্ডার জামিরুল ইসলাম তার নিজস্ব অর্থায়নে বিগত দুই বছরে কামারগাঁ ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রায় ১৫শ থেকে ২হাজার ফলজ বনজ ও ঔষুধি গাছের চারা রোপণ ও বিতরণ করেন সহকারী আনসার প্লাটুন কমান্ডার জামিরুল ইসলাম। সেই সাথে রোপন করা গাছের আগাছা পরিস্কার সহ নিয়মিত গাছে পানি দেওয়ার কাজও তিনি নিজেই করছেন। এতে করে সহকারী আনসার প্লাটুন কমান্ডার জামিরুলের এমন গাছের প্রতি ভালোবাসা দেখে অন্যরাও ঝুকে পড়ছেন গাছ রোপণে। কেউ বাড়ির উঠানে আবার কেউ জমির আইলে রোপণ করছেন গাছের চারা।

সহকারী আনসার প্লাটুন কমান্ডার জামিরুল ইসলাম বলেন, দিন দিন যেভাবে ফলজ বনজ গাছ নিধন করা হচ্ছে তাতে পরিবেশের ভারসাম্য প্রায় বিলুপ্তির পথে উঠেছে। তার জন্য আমি নিজের উদ্যোগে নিজের অর্থায়নে প্রায় ২হাজার বিভিন্ন রকমের ফলজ বনজ গাছের চারা রাস্তার ধারে ও স্কুল কলেজের পাশে রোপণ করেছি।

পাশাপাশি আমি নিজেই রোপনকৃত গাছগুলো পরিচর্যা করে যাচ্ছি। প্রকৃতিক দূর্যোগ মোকাবিলায় ও পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের কোন বিকল্প নাই। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন বৃক্ষের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ বলে জানান তিনি।