নাগেশ্বরীতে সংখ্যালঘু পরিবারের উপর সন্ত্রাসী হামলা
মোঃ জেলাল আহম্মদ রানা নাগেশ্বরী উপজেলা প্রতিনিধিঃকুড়িগ্রামের নাগেশ্বরীতে সংখ্যালঘু পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ উঠেছে মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলামের বিরুদ্ধে। বিভিন্ন হুমকির পরে সুযোগ বুঝে হামলা চালায় তারা। এতে রাধাপদ রায়(৮০) নামে এক বৃদ্ধ গুরুতর অসুস্থ অবস্থায় নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছেন। উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের গোড্ডাড়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায় পাশ্ববর্তী এলাকার কদুর রহমানের নির্দেশে রফিকুল ইসলাম হামলা চালায় এলাকাবাসী উপস্থিত হলে তারা পালিয়ে যায়। হামলার শিকার পরিবারটির দাবি বিভিন্ন রকম ভয়ভীতি ও চাপ প্রয়োগ যাচ্ছে এতে তারা আতঙ্কে রয়েছে বলে জানান তারা।
পরবর্তীতে তার ছেলে যুগল রায় বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে নাগেশ্বরী থানার ওসি আশিকুর রহমান ঘটনাস্থলে গিয়েছেন এবং সত্যতা নিশ্চিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।