মাদ্রিদে সাংবাদিক সেলিম আলম এর আয়ারল্যান্ড গমন উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা
জিয়াউল হক জুমন, স্পেন: এন টিভি ইউরোপ এর স্পেন ব্যুরো প্রধান, বাংলাদেশ প্রেস ক্লাব ইন স্পেনের সহ সভাপতি, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, সাংবাদিক সেলিম আলম এর আয়ারল্যান্ড গমন উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে, গত ৪ অক্টোবর রাতে মাদ্রিদের বাংলা টাউন রেস্টুরেন্টএ বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেন কর্তৃক আয়োজিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ কে জহিরুল ইসলাম, অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব এবং বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের সাধারণ সম্পাদক বকুল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে মাদ্রিদ কমিউনিটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক সেলিম আলমের বস্থনিষ্ট সংবাদ পরিবেশন ও তার সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে তার সাথে দীর্ঘ পথ চলার স্মৃতি চারণ করেন।
অতিথি হিসেবে মনের আবেগ ও অনুভূতির কথা তুলে ধরেন বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার, সাধারণ সম্পাদক আল আমিন মিয়া, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি এনায়েতুল করিম তারেক, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, গ্রেটার সিলেট এসোসিয়েশন এর সভাপতি আব্দুল মোজাক্কির, আলহুদা জামে মসজিদের খতিব নুরুল আলম,ঢাকা জেলা এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এস এম মাসুদ রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হুসেন,গ্রেটার সিলেটের উপদেষ্টা মাসুক আহমেদ এবং আবুজাফর রাসেল, স্পেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেমায়েত খান, সুমন আহমেদ, ইফতেখার আলম, মিসবাহ উদ্দিন, ইয়াসিন আহমেদ, বাবুল আহমেদ, ইউছুফ মিয়া,লিয়াকত মিয়া, সহ কমিউনিটি নেতৃবৃন্দ।
সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন, ফখর উদ্দিন রাজি, জিয়াউল হক জুমন, ছাইফুল ইসলাম লিটন, এবং মোনাজাত পরিচালনা করেন আসাদুজ্জামান রাজ্জাক।
সংবর্ধিত অতিথি সাংবাদিক সেলিম আলম বলেন জন্মভূমি পরে ভালবাসার দেশ স্পেন এবং ভালবাসার মানুষ জন ছেড়ে নতুন দেশে বসবাস করা কষ্টের, তিনি সকলের কাছে চলার পথে ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা ও দোয়া প্রার্থনা করেন।