দক্ষিণ কেরানীগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ একজন গ্রেফতার
কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি:দক্ষিণ কেরানীগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ কুখ্যাত মাদক সম্রাট এম এ ওরফে ল্যাংড়া এমএ (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে তেঘুরিয়া ইউনিয়নের বাগবাড়ি মসজিদের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
দক্ষিণ থানা সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই ইমরান উকিল এবং এএসআই রিপনের নেতৃত্বে একদল পুলিশ ওই ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ৫০৫ পুড়িয়া হিরোইন সহ মাদকসম্রাট এম এ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদকসম্রাট এম এ এর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় চাঁদাবাজি,
হত্যা,মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার অত্যাচারে ইকুরিয়া পূর্বপাড়া, পশ্চিমপাড়াসহ অন্যান্য এলাকার মানুষ অতিষ্ঠ ছিল । তার গ্রেফতারে এলাকাবাসী পুলিশকে সাধুবাদ জানিয়েছে। গ্রেফতারকৃত এম এ এর বাবার নাম মৃত সৈয়দ হোসেন।
তার বাড়ি ইকুরিয়া পূর্ব মধ্যপাড়া এলাকায়। এস আই ইমরান উকিল জানান,গ্রেফতারকৃত এম এ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের জন্য আমরা অন্য হয়ে খুজছিলাম।