ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১১:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে নারী সদস্যকে নিয়ে প্রেমের টানে পুরুষ সদস্য উধাও

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 7, 2023 - 3:09 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 218 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী : রাজশাহীর তানোরে এক ইউনিয়ন পরিষদের নারী সদস্যকে নিয়ে অজানার উদ্দেশ্য পাড়ি দিয়েছেন একই ইউনিয়ন পরিষদের পুরুষ সদস্য বলে অভিযোগ উঠেছে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, উপজেলার বাঁধাইড় ইউপি পরিষদে। গত দুইদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাদের কোন হদিস পাওয়া যায়নি। অন্যদিকে ইউপি সদস্যদের এমন জঘন্য কান্ডে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে সমালোচনার ঝড়।

জানা গেছে, বাঁধাইড় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৭,৮,৯ নং ওয়ার্ডের নারী সদস্যে পলিয়ারা বেগমের সাথে ৭নং পুরুষ ওয়ার্ডের পুরুষ সদস্য জাহাঙ্গীর আলমের সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলে আসছিল। এরই জের ধরে নারী সদস্যের পরিবারের লোকজন জাহাঙ্গীর আলমকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারপিট করেন। এতে করে সেই ক্ষোভে জাহাঙ্গীর আলমের সাথে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে । নাম প্রকাশে অনিচ্ছুক বাঁধাইড় ইউপির একাধিক নারী ও পুরুষ সদস্যরা জানান, তারা দুইজন দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক করে আসছেন।

এমনকি তারা ইউপি পরিষদেও অনেকবার আন্তরিকতা চোখে পড়ে। তবে তারা ইউপি সদস্য হওয়ায় অনেকবার তাদের সাবধান করা হয়েছে। তার পরেও গোপনে তাদের প্রেমলীলা চালিয়ে যাচ্ছিলেন। আর এবার তো লোকজনের মুখে শোনা যাচ্ছে, তারা দুইজন অজানার উদ্দেশ্য উধাও হয়েছেন। দুইদিন অতিবাহিত হলেও তাদের কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। এবিষয়ে বাঁধাইড় ইউপি পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান জানান, আমি লোকজনের মুখে শুনেছি এমন কথা। শোনার পর থেকে তাদের ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও তাদের কোন খোঁজ খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, এবিষয়ে কেউ কোন অভিযোগ করেননি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।