ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:১০ অপরাহ্ন

ময়মনসিংহে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’  কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বঙ্গবন্ধুকে জানলেন শিক্ষার্থীরা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 10, 2023 - 4:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 98 বার

ষ্টাফ রিপোর্টারঃজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “অসমাপ্ত আত্মজীবনী” বইয়ের ওপর শিক্ষার্থীদের খেলাচ্ছলে বঙ্গবন্ধুকে জানতে উৎসাহিত করা হয়েছে।

ময়মনসিংহ সদর উপজেলা শিক্ষা অফিসের সহায়তায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা জাগ্রত করণের লক্ষে জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান এর উদ্ভাবনী উদ্যোগ “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ি নিজেকে গড়ি” বাস্তবায়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।

সেই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ১০ অক্টোবর মঙ্গলবার নগরীর বয়ড়া সালাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ” আনন্দময় পাঠ” কার্যক্রম অনুষ্ঠিত হলে এতে বিদ্যালয়ের প্রায় ১০০ জন শিক্ষার্থী বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ে এবং সেখান থেকে দুই গ্রুপে বিভক্ত হয়ে কুইজ খেলার মাধ্যমে বঙ্গবন্ধুর সম্পর্কে জানতে প্রশ্নোত্তর পর্বে অংশ নেয়। প্রতিযোগিতায় শাপলা ও পদ্ম নামে দুটি গ্রুপ অংশ নিলে বিজয়ী দলকে রাজার মুকুট ও প্রতিদ্বন্দ্বী দলকে ক্যাপ্টেন মুকুট পড়ানো হয়। উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শফিকুল ইসলাম প্রতিযোগীদের মাঝে এই মুকুট পড়িয়ে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ে নিজেকে গড়তে উৎসাহিত করেন। এই খেলায় একটা টেনিস বল শিক্ষার্থীদের মাঝে তুলে দেওয়া হয়, পরবর্তীতে বল নিক্ষেপ করলে যার হাতে ধরা হয় তাকে বঙ্গবন্ধুর সম্পর্কে প্রশ্ন করে নিক্ষেপকারী শিক্ষার্থী। শাপলা ও পদ্ম দুই দলের মাঝে এই প্রশ্নোত্তর কুইজ পর্ব অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা জোহরা, সহকারী শিক্ষক বিলকিস আক্তার রুমা, সফুরা খাতুনসহ সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

বয়ড়া সালাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর বিজয়ী শিক্ষার্থী আফরোজা ইয়াসমিন জিম বলেন, বঙ্গবন্ধুর লিখা “অসমাপ্ত আত্মজীবনী” পড়ে এই কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছি। বিজয়ী হতে পেরেছি এটা বড় বিষয় না, বঙ্গবন্ধুর জীবন কাহিনীর কিছু ঘটনা জানতে পেরেছি ও বঙ্গবন্ধু সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করেছি এটাই আসল অর্জন, এটাই বড় সফলতা। এমন আনন্দময় পাঠ সারাবছর পেতে চাচ্ছে আফরোজা ইয়াসমিন জিম ও ক্যাপ্টেন পদ বিজয়ী পঞ্চম শ্রেণীর আরেক শিক্ষার্থী ফাহিম।

এ বিষয়ে শিক্ষা অফিসার মনিকা পারভীন বলেন, এই কুইজ খেলার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে। দেশ যে সত্যি স্মার্ট হচ্ছে এটা তারই প্রমাণ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, মূলত নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুকে তুলে ধরা ও তাঁর আদর্শ বাস্তবায়নে এমন আয়োজন করা হয়েছে। এখন থেকে নিয়মিত এই কার্যক্রম হবে যার মাধ্যমে বঙ্গবন্ধুকে জানা হবে, দেশপ্রেমের চেতনা ছড়িয়ে পড়বে সকল নাগরিকদের মাঝে।