ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাংলাদেশ স্কাউটস এর চিরিরবন্দর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 10, 2023 - 4:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 113 বার

পি কে রায়, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ স্কাউটস এর চিরিরবন্দর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর ) বিকেলে চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা স্কাউটস এর কমিশনার মোঃ মাহতাব উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম শরীফুল হক।

প্রধান অতিথির বক্তব্যে এ কে এম শরীফুল হক বলেছেন, ‘”জীবনে বড় হতে হলে কঠোর পরিশ্রম আর অনুশীলনের বিকল্প নেই। স্কাউটিংয়ের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে প্রতিফলন করা গেলে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত হবে। স্কাউটিং একজন শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হাতে কলমে শিক্ষা দেয়। স্কাউটিংকে দেশসেবা ও মানবিক কল্যাণে কাজে লাগাতে হবে”।

এসময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ স্কাউটস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ লোকমান হোসেন, দিনাজপুর জেলা স্কাউটস কমিশনার মোঃ মাতলুবুল মামুন, জেলা স্কাউটস সম্পাদক মোঃ আনিসুজ্জামান মিলন, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদার, উপজেলা স্কাউটস সম্পাদক মোঃ লুৎফর রহমান বক্তব্য রাখেন।

দিনাজপুর জেলা স্কাউটস কমিশনার মোঃ মাতলুবুল মামুন বলেন, “দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করা এবং দেশের উন্নয়নকে এগিয়ে নিতে জনগণকে ইতিবাচক, আধুনিক ও বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি নিয়ে উন্নয়ন অগ্রযাত্রায় সামিল হতে হবে। স্কাউটিং কার্যক্রমই পারে ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক, প্রগতিশীল, সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে এবং সমাজকে এগিয়ে নিতে”।

সম্মেলনের প্রথম ধাপে বিগত দিনের কার্যক্রম আলোচনা ও পর্যালোচনা করে বর্তমান কমিটি বিদায় নেন ও আয় ব্যায়ের হিসাব উপস্থাপণ করেন। দ্বিতীয় অধিবেশনে আগামী ৩ বছরের জন্য একটি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
উক্ত ত্রি-বার্ষিক কাউন্সিলে গঠনতন্ত্র ও নিয়মানুযায়ী উপজেলা স্কাউটস কমিটির সভাপতি পদাধিকার বলে উপজেলা নির্বাহি কর্মকর্তা ও মো: মাহতাব উদ্দিন সরকারকে কমিশনার ও মোঃ লুৎফর রহমানকে সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।