ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:৩০ অপরাহ্ন

ঝালকাঠির রাজাপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 10, 2023 - 4:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 58 বার

কঞ্জন কান্তি চক্রবর্তী ঝালকাঠি জেলা প্রতিনিধিঃঝালকাঠির রাজাপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রাজাপুর উপজেলা প্রশাসন ১০ অক্টোবর মঙ্গলবার বিকাল ৩ টা ৩০ মিনিট থেকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা করেন।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, রাজাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ শোয়াইব, রাজাপুর প্রেসক্লাব সভাপতি এনামুল হোসেন খান, পূজা উদযাপন পরিষদ রাজাপুর উপজেলা শাখার সভাপতি এ্যাড সঞ্জিব কুমার বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাজাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু নিত্যানন্দ শাহা, পূজা উদযাপন পরিষদ রাজাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোপাল কর্মকার, রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায়, আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা বেগম, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স’র প্রতিনিধি মোঃ তৈয়েবুর রহমান, পল্লী বিদ্যুতের এজিএম মধুসুদন রায়, শুক্তাগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিউটি সিকদার সহ পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক গন।

উপজেলার ২২ টি দূর্গা পূজা মন্ডপের সভাপতি, সেক্রেটারীবৃন্দ উপস্থিত ছিলেন।এ বছর রাজাপুরে প্রতিটি পূজা মন্ডপে শান্তিতে পূজা উদযাপনের জন্য থানা পুলিশ, আনসার, ভিডিপি ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা পূজা মন্ডপে শান্তি শৃংখলা বজায় রাখার দায়িত্ব পালন করবেন।
রাজাপুর উপজেলায় ২২ টি দূর্গাপূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা মন্ডপে প্রতিমা তৈরী করা হয়েছে।