কেরানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে অভিযান
কেরানীগঞ্জ প্রতিনিধি : কেরানীগঞ্জে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: সেলিম রেজা।
এসময় বিভিন্ন মাছবাজার থেকে আনুমানিক ১০ কেজি ইলিশ ও আনুমানিক ২০০ কেজি রং মিশ্রিত পোয়া মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত ইলিশ মাছ ১ টি এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া রং মিশ্রিত পোয়া মাছ আগুনে পুড়িয়ে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম।
অভিযানে বরিশুর নৌপুলিশ ফাঁড়ি সহযোগীতা করেন।