কেরানীগঞ্জে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পর্যায়ে ৮টি শ্রেষ্ঠ সমবায় সমিতি ও ৫জন শ্রেষ্ঠ সমবায়ীকে সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়েছে।
কেরানীগঞ্জ উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে শনিবার (৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সমবায় কর্মকর্তা তাসলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন আইয়ূবী।
এরআগে জাতীয় পতাকা উত্তোলন ও র্যালি করা করা হয়।
অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন- কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরী, কেরানীগঞ্জ গামেন্টস ব্যবসায়ী দোকান মালিক সমবায় সমিতির সভাপতি স্বাধীন শেখ, কেরানীগঞ্জ বিআরডিবির সভাপতি খলিলুর রহমান, উপজেলা সমবায় পরিদর্শক রফিকুল ইসলাম, সহকারী পরিদর্শক কামরুল হাসান, আব্দুল মজিদসহ উপজেলা সমবায় সমিতি কর্মকর্তা-কর্মচারী ও সমবায় সমিতি সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সমবায় কর্মকর্তা তাসলিমা আক্তার বলেন, কেরানীগঞ্জ ৪ শতাধিক সমবায় সমিতি রয়েছে। তাদের মধ্য থেকে এ বছর উপজেলা পর্যায়ে ৮টি সমবায় সমিতিকে ও ৫জন সমবায়ীকে শ্রেষ্ঠ হওয়ার সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হয়েছে।