ভূরুঙ্গামারীতে রাতের অন্ধকারে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন দেয়
ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি:কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব এর বারিতে আগুন দেয় দূরবিত্তরা এমন অভিযোগ পাওয়া গেছে।গত শনিবার ঘটনাটি ঘটেছে উপজেলার পাথরডুবি ইউনিয়নের দ: বাশজানি এলাকায়। মরহুম মুক্তিযোদ্ধার পুত্র মো: জাহাঙ্গীর আলম জানান কাজের সুবাদে তারা ৩ ভাই পরিবার সহ বাহিরে থাকি, মা বাড়িতে একা থাকে। গত শুক্রবার চিকিৎসার জন্য ছোট ভাই এর কাছে রংপুরে যায়। শনিবার রাতে কে বা কাহারা বাড়িতে আগুন লাগায় এবং তারাই হয়তো আগুন নিভিয়ে দেয়।
আমি রবিবার বিকেলে আমার চাচার কাছ থেকে খবর পাই আমাদের বাড়ির একটা ঘরে আগুন লেগেছিলো। পরে আমি বাকি ভাইদের জানাই। তবে আমরা ধারণা করছি যে আমাদের মা যেহেতু একা বাড়িতে থাকে তাই হয়তো আমার মাকে মেরে ফেলার জন্য কেহ এই জঘন্য কাজ করেছে। পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর এর সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার পরেও তাকে পাওয়া যায়নি।